বিবর্তন ডেস্ক: পশ্চিম গহিরা শান্তিময় বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ শান্তিজ্যোতি মহাস্থবির (৪৫)মহোদয় লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে আজ ২ অক্টোবর সোমবার রাত ১১.২০ মিনিটে নগরীরর একটি ক্লিনিকে পরলোকগমন করেন। (অনিচ্চা বথ সাংখারা)।
তিনি লিভার বিশেষজ্ঞ্ ডাঃ শামীম বক্স এর ট্রিটমেন্টে ছিলেন।আরো উন্নত চিকিৎসার জন্য ভিসা পেলে ও শারীরিক ভাবে সক্ষম হলে থাইল্যান্ডে নেওয়ার কথা ছিল ।এ দিকে উনার পরলোকগমনের খবর বিদেশে ও দেশে অবস্থানরত ভিক্ষুসংঘ, দায়ক- দায়িকা,আত্নীয়-স্বজন,গ্রামবাসী,ও শুভাকাঙ্খিগণের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ভদন্ত,শান্তিজ্যোতি ভান্তে মরদেহ বর্তমানে চট্টগ্রাম, মেহেদীবাগ ন্যাশনাল হাসপাতালে রক্ষিত আছে। সেখান থেকে রাতেই রাউজানের পশ্চিম গহিরা শান্তিময় বিহারে নিয়ে যাবার কথা । আসুন সবাই ভান্তের জন্য পুণ্যদান করি ।