বিবর্তন ডেস্ক; শিল্প সংস্কৃতি, সভ্যতার প্রান কেন্দ্র ফ্রান্স এর প্যারিস থেকে একটু দূরে Moissy Cramayel নামক এক উপ শহরে ইউরোপ এর বুকে আকাশ আলো করা এক মনোরম থাই বুদ্ধ বিহার।Wat Thamapatip এ ফরাসীদের বুদ্ধ চর্চার মেলা বসে, সাপ্তাহিক ছুটির দিনে। এ মনোরম স্থাপনায় প্রতিস্থাপন করা হয়েছে হাজারের উপর সৌম্য বুদ্ধ মূর্তি ।এই হাজার বুদ্ধ মূর্তিকে ঘিরে এ তাপিত সময়ের বুকে শান্তি সুবাতাস বিলানোর এক অনন্য আয়োজনে শরিক হচ্ছে ইউরোপিয়ান সম্প্রদায়। পরিচিত হচ্ছে মহামতি গৌতম বুদ্ধের শান্তির বানী।