আন্তর্জাতিক ডেস্ক: গতকাল ১ অক্টোবর রবিবার জোহানসবার্গ, আফ্রিকায় থাইল্যান্ডের ধম্মাকায়া সেন্টারের সহযোগিতায় ২৬ জন শ্রামন্য ধর্মে দীক্ষিত হন। ১৫০ জন দক্ষিণ আফ্রিকার নাগরিকের উপস্থিতি বৌদ্ধধর্মের নব জাগরণ হিসাবে ভাবা হচ্ছে। এই নব দীক্ষিত বৌদ্ধদের মাঝে ২৬ জন পুরুষ শ্রামন্যধর্ম গ্রহণ করে অধিক হারে বুদ্ধের শিক্ষা লাভে এক সপ্তাহের জন্য প্যাগোডায় থাকার শপথ গ্রহণ করেছেন। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের ধম্মাকায়া বৌদ্ধ বিহারে এই পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। The first mass ordination for 26 novices of S. Africa , 150 Lay people participated , dedication the merit making to the late King Bhumipol of Thailand, organized by Wat Phra Dhammakaya Johannesburg , S. Africa Buddhist Society , Thai groups in S. Africa , @ Wat Phra Dhammakaya Johannesburg , S. Africa , 1 October B. E. 2560 (2017).
Credit : Wat Phra Dhammakaya Johannesburg , S. Africa.