বিবর্তন ডেস্ক: পশ্চিম গহিরা শান্তিময় বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ শান্তিজ্যোতি মহাস্থবির মহোদয় লিভার সিরোসিস রোগে আক্রান্ত।বর্তমানে লিভার বিশেষজ্ঞ্ ডাঃ শামীম বক্স এর ট্রিটমেন্টে আছেন।আরো উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার চেষ্টা চলছে।ভিসা পেলে ও শারীরিক ভাবে সক্ষম হলে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হবে।এ পযর্ন্ত ভান্তের চিকিৎসা সেবার জন্য বিদেশে ও দেশে অবস্থানরত ভিক্ষুসংঘ, দায়ক- দায়িকা,আত্নীয়-স্বজন,গ্রামবাসী,ও শুভাকাঙ্খিগণ অার্থিকভাবে শ্রদধাদান দিয়েছেন। তিনি এখন ন্যাশনাল হস্পিটালে ৩ তলা ৩০২ নাম্বার কেবিনে আছেন।।
সাহায্য করতে চাইলে
যারা মানিগ্রাম বা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠাতে ইচ্ছুক তারা এই নামে পাঠাতে পারেন- সুপ্রভা বড়ুয়া।
যারা বিকাশ করতে চান তারা যেকোনো স্থান থেকে বিকাশ করতে পারেন এই নাম্বারে — 01780087256 রুবেল বড়ুয়া।
তাছাড়া ভান্তের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01834491857।
ভদন্ত,শান্তিজ্যোতি ভান্তে বর্তমানে চট্টগ্রাম, মেহেদীবাগ ন্যাশনাল হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে আছেন। আসুন সবাই ভান্তের জন্য পুণ্যদান করি ।