1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:১৬ অপরাহ্ন

দুই হাজার টনের মন্দির সরল ১০০ ফুট

প্রতিবেদক
  • সময় রবিবার, ১ অক্টোবর, ২০১৭
  • ১০৩৫ পঠিত

চীনের সাংহাইয়ের ১৩৫ বছরের পুরোনো বৌদ্ধ জাদি মন্দির। ছবি : সিনহুয়া

অনলাইন ডেস্ক; চীনের দক্ষিণাংশের প্রধান শহর ও বাণিজ্যিক রাজধানী হল সাংহাই। সাংহাই শহরের কেন্দ্রে অবস্থিত একশ ৩৫ বছর পুরোনো বৌদ্ধ জাদি মন্দির। প্রত্যেকদিন এই মন্দিরটি দেখতে আসেন প্রায় এক লাখ দর্শনার্থী।

সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ এই শতবর্ষের পুরোনো মন্দিরটির আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ও জন নিরাপত্তায় ঘাটতি দেখতে পান। এরপর বিশেষ প্রক্রিয়ায় মন্দিরের প্রধান হল ও মূর্তিগুলোকে প্রায় ১০০ ফুট (৩০ মিটার) দূরে সরিয়ে নেওয়া হয়।
চীনের সংবাদমাধ্যম পিপলস ডেইলি জানিয়েছে, চলতি বছরের ২ সেপ্টেম্বর এই কাজ শুরু হয়। দুই সপ্তাহ কাজ করার পর গত রোববার তা সম্পন্ন হয়।
মন্দির সরানোর দায়িত্বে নিয়োজিত এক ব্যক্তি জানিয়েছেন, দুই হাজার টনের মহাভিরা হল লোহা দিয়ে সড়ক তৈরি করে একটু করে উত্তরের দিকে সরানো হয়। সেখানে আরো বড় জায়গায় এটিকে স্থাপন করা হয়েছে।
১৮৮২ সালে সাংহাই শহরের বিভিন্ন স্থানে মন্দির ভবন নির্মাণ করা হয়। সেখান থেকে এখন কার জায়গায় সরিয়ে আনা হয় শুরু হয় ১৯১৮ সালে। এই কাজ শেষ হয় পরবর্তী ১০ বছরে।
মন্দিরের মূর্তি ও বিভিন্ন ধ্বংসাবশেষগুলো ভালোভাবে মুরিয়ে ফেলা হয় তারপর স্থানান্তর করা হয়। দেশটির অনলাইন সংবাদমাধ্যম পিপলস ডেইলি পত্রিকা এই খবর প্রকাশ করেছে।

মন্দিরের ভবনটি সরিয়ে ফেলার আগে শ্রমিকরা ভবনটির গোঁড়ায় সিমেন্ট ঢেলে শক্ত করে নেন। পর্যাপ্ত আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ও জন নিরাপত্তা নিশ্চিত করতে ২০১৪ সালের এই উদ্যোগ হাতে নেওয়া হয় বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!