বিবর্তন ডেস্ক: রোহিঙ্গা সমস্যা সমাধানে ১১ সদস্য বিশিষ্ট একটি শান্তি মিশন টিম গঠন করে মিয়ানমারের সেনাপ্রধান এবং দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করবে বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্য। সংগঠনটির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এ কথা জানান।
শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রোহিঙ্গা সমস্যার জরুরি সমাধান এবং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ২০ দলীয় জোটের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। রোহিঙ্গাদের জন্য ত্রাণ কার্যক্রম চালানোসহ মোট আটটি সিদ্ধান্তও নিয়েছে বৌদ্ধ নাগরিক ঐক্য।
সুকোমল বড়ুয়া জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে ঢাকাস্থ কূটনৈতিক মিশনসহ জাতিসংঘ এবং বিশ্বের বৌদ্ধ রাষ্ট্রগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা ও সমর্থন আদায়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবে সংগঠনটি।
এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানের লক্ষ্যে সংগঠনটি পার্বত্য চট্টগ্রাম এবং ঢাকাতে আরও মতবিনিয়ম সভা করবে বলে জানায় বৌদ্ধ নাগরিক ঐক্যের এই আহ্বায়ক।
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ২০ দলীয় জোটের শরীক জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এম এ রকীব, খেলাফত মজলিশের অধ্যাপক আহমেদ আবদুল কাদের, ন্যাপের জেবেল রহমান গানি, জাগপার রেহানা প্রধান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম বক্তব্য রাখেন।
হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্টের গৌতম চক্রবর্তী, জন গোমেজ, বৌদ্ধ সম্প্রদায়ের সাথী উদয় কুসুম বড়ুয়া, ম্যা মা চিং, সুশীল বড়ুয়া, ঝন্টু কুমার বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় জোটে নেতাদের মধ্যে এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জাগপার খন্দকার লুৎফর রহমান, মুসলিম লীগের শেখ জুলিকার বুলবুল চৌধুরী, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডিলর সাইফুদ্দিন মনি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।