দেশি একটি পত্রিকা পড়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানতে পেরেছেন যে- পার্বত্য চট্টগ্রামে কেউ কেউ মায়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘বার্মাইয়া’ বলে হেনস্তা করার চেষ্টা করছে।
এ বিষয়ে তিনি তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি লেখা পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন-‘ডেইলি স্টারে পড়লাম, পার্বত্য চট্টগ্রামে কেউ কেউ বৌদ্ধ ধর্মাবলম্বীদের বার্মাইয়া বলে হেনস্তা করার চেষ্টা করছে, মায়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে।
যারা এটা করছেন, তাদের কাছে প্রশ্ন তালেবান বা আইএসের কারণে নিরপরাধ মুসলমানদের যে পশ্চিমা দুনিয়ায় কোথাও কোথাও হেনস্তার শিকার হতে হয়, এটা কি তাহলে তারা সমর্থন করেন? যদি না করেন, তাহলে এই অপকর্মটাও বন্ধ করেন। এটা অংকুরেই বিনাশ করি চলেন। এই জঘন্য কাজটা কাউকে করতে দেখলে সাথে সাথে রুখে দাঁড়ান। এই বাংলাদেশ সবার’।