প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত আয়োজনে ২৯ শে সেপ্টেম্বর ২০১২ রামু বৌদ্ধ পল্লীর সহিংসতার ৫ম বছর স্মরণে পূণ্যদান ও আলোচনা সভা ২৯ শে সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ ঘটিকায় কুয়েতস্হ রাজধানী হোটলে অনুষ্টিত হয়। সমিতির প্রধান উপদেষ্টা বাবু সন্তোষ বড়ুয়া,র সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপদেষ্টা বাবু দেবপূর্ণ বড়ুয়া, উপদেষ্টা বাবু দীলিপ বড়ুয়া,সাবেক সভাপতি অশোক বড়ুয়া।সুমন রাজ বড়ুয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন -উপদেষ্টা উওম বড়ুয়া, বিনয় প্রসাদ বড়ুয়া,লিটন বড়ুয়া প্রমুখ।অনুষ্টানে অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন -নরেশ বড়ুয়া, দুলাল বড়ুয়া, সংঘতরু বড়ুয়া,স্বপন বড়ুয়া,বাবুল বড়ুয়া, চন্দন বড়ুয়া, বড়ুয়া,সুভাষ বড়ুয়া,টিটু বড়ুয়া,সজল বড়ুয়া, রয়েল বড়ুয়া প্রমুখ।
সভায় বক্তারা, সাম্প্রদায়িকতা সম্প্রীতির সমুজ্জ্বলে “অহিংসা পরম ধর্ম”মন্ত্রে বাংলাদেশের সৃমদ্ধি কামনা করে, ২০১২সালের ২৯শে সেপ্টেম্বরের মত আর কোন ভয়াল রাত না আসে, সেই রাতের সহিংসতা কারীদের উদ্দেশ্য পূর্ণ্যদান করে তারা যেনো মনুষ্যত্ববোধ ফিরে পায় এই কামনা করে।সর্বশেষে জল ঢেলে পূর্ণ্যদান ও সমবেত প্রার্থনা পরিচালনা করেন বাবু উওম বড়ুয়া(২)।