বিবর্তন ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আজ (২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্ম দিন উপলক্ষে এ বিশেষ প্রাথর্নার আয়োজন করা হয়।
প্রাথর্না সভা পরিচালনা করেন-আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিএ মহাথের, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারন সম্পাদক, অশোক বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগ এর উপ-দপ্তর সম্পাদক, ব্যারিস্টার বিপ্লব বডুয়া প্রমুখ।