বিবর্তন ডেস্ক: রাঙ্গুনিয়াস্থ শিলক পশ্চিম শিলক সার্বজনীন বনরত্ন বিহারে গভীর রাত্রে দুর্বৃত্তরা বুদ্ধ মূর্তি ভাংচুর ও লুটপাট করেছে বলে জানা গেছে।
হামলা এ সময় দূর্বৃত্তরা শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি , অতি মূল্যবান একটি বুদ্ধ মূর্তিও লুট করে নিয়ে গেছে।
রাংগুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে একদল যুবক অতর্কিতে এসে হামলা করে বিহারের প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। অতপর ভারী লোহার পাইপ ও রড দিয়ে পিটিয়ে ভেতরে ভাঙচুর চালায়। বেশ কয়েকটি মূর্তি ও অন্যান্য জিনিস ভেঙে গুঁড়িয়ে দেয়। পরে বিহারের ভিক্ষু ও স্থানীয়রা প্রতিরোধে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় একটি মহামূল্যবান বুদ্ধ মূর্তি ও দান বক্সে রক্ষিত টাকা পয়সা লুট করে নিয়ে যায় ওই দূর্বৃত্তরা।
পুলিশ জানায় “যারা বিহারে হামলা-ভাংচুর করে আতঙ্ক সৃষ্টি করেছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এ খবর চারিদিকে জানান হলে প্রবারণা পূর্ণিমা যতই ঘনিয়ে আসছে ততই মানুষের মধ্যে আতংকের সৃস্টি হচ্ছে।