হাটহাজারী : হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক,হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি দৈনিক আজাদী পত্রিকার হাটহাজারী প্রতিনিধি বাবু কেশব কুমার বড়ুয়া। ২৭ সেপ্টম্বর বুধবার উপজেলা সমবায় সমিতির কার্য্যালয়ে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ার প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। এ নির্বাচন কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ আমান উল্লাহ খান।