রাখাইনে চলমান রোহিঙ্গা নিধনের বিপক্ষে মিয়ানমারের বৌদ্ধ নেতাদের অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ‘বুড্ডিস্ট চার্চেস অব আমেরিকা’ (বিসিএ)। এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংগঠন বলেছে, রোহিঙ্গা নিধনের এ লজ্জার ভার মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকেও নিতে হবে।
বৌদ্ধ সম্প্রদায়ের ২০০ শিক্ষক ও নেতার স্বাক্ষরসংবলিত এক বিবৃতিতে বিসিএ এ অবস্থান তুলে ধরে। বিবৃতিটি গতকাল মঙ্গলবার বৌদ্ধদের সাময়িকী ‘লায়নস রোয়ার’-এর অনলাইন সংস্করণে প্রকাশিত হয়। এটি লেখা হয়েছে মিয়ানমারের সরকার মনোনীত বৌদ্ধ নেতাদের সমন্বয়ে গঠিত ‘স্টেট সংঘ মহা নায়েকে কমিটি’র উদ্দেশে। তাতে বলা হয়, ‘রাখাইনে মুসলিম ভাই-বোনদের ওপর পরিকল্পিত নির্যাতনের ঘটনায় আমরা উদ্বিগ্ন। বিশ্বাসযোগ্য সূত্রের খবর অনুযায়ী, সেখানে শারীরিক নির্যাতন, হত্যা, ধর্ষণ এবং রোহিঙ্গাদের বিতাড়িত করা হচ্ছে। এই নির্যাতনে পুরো বিশ্ব লজ্জিত ও মর্মাহত। এই লজ্জার দায় মিয়ানমার জাতিকে, উগ্র জাতীয়তাপন্থী বৌদ্ধদের, অং সান সুচিকে এবং মিয়ানমারের সেনাবাহিনীকেও নিতে হবে। ’বিবৃতিতে বলা হয়, রাখাইনে ‘বুদ্ধের দীক্ষার বিকৃত ব্যবহারের ঘটনায় অনেকের মতো আমরাও বিচলিত। ধর্মে ঘৃণা ও সহিংসতার কোনো স্থান নেই।