বিবর্তন ডেস্ক: বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় করণীয় বিষয়ে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় করবে বৌদ্ধ নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ।
আগামী শনিবার বিকেল চারটায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে এই বৈঠক হবে।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছাড়াও বিশ দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেবেন বলে জানা গেছে।
সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর সেদেশের সেনাবাহিনীর নির্যাতন ও রোহিঙ্গা সঙ্কট প্রসঙ্গে মতবিনিময় সভায় আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ব্যাপারেও আলোচনা হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার একটি মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে। সেখানে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সম্প্রতি রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধানের বিষয়ে আলোচনা হবে। আগামী অক্টোবরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ব্যাপারে বিএনপির পক্ষ থেকে একটি প্রকাশনাও বের করা হবে বলে জানান তিনি।