বিবর্তন ডেস্ক: লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহাজান ও ওয়াফি মালিক এর প্রতিনিধি আজ চুনতি গৌতম বিহারের অধ্যক্ষ, দুর্বৃত্ত কর্তৃক আক্রান্ত ভদন্ত প্রজ্ঞালংকার থেরোকে দেখতে যান এবং অার্থিক সহায়তা সহ সমবেদনা জানান এবং বিভিন্ন বিহারে গিয়ে ভিক্ষুদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। ওয়াফি মালিক এর পক্ষ হতে পুজনীয় ভিক্ষুদের উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস, লোকজিত থের সহ গণ্যমান্য ব্যাক্তিবগ’ উপস্থিত ছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ওয়াফি প্রতিষ্টান ( দুর্বৃত্ত জাহাংগীর হোসেন এখানে চাকুরী করতো) হতে তাকে চাকুরীচুত করা হয়েছে এবং তাকে গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য যে, চট্রগ্রাম জেলা লোহাগাড়া উপজেলায় আধুনগর কাঁচাবাজার সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা বৌদ্ধ ভিক্ষু ভদন্ত প্রজ্ঞালংকার থেরোর উপর উপর এলোপাথাড়ি হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। পার্শ্ববর্তী ইউনিয়ন চুনতি দক্ষিণ বড়ুয়া পাড়ার গৌতম বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞালংকার থের (৪৫) মহোদয় উক্ত হামলার শিকার হন। গত শনিবার (২৩ সেপ্টেম্বর, ২০১৭)সকাল৯ টায় উক্ত হামলার ঘটনা ঘটে।