1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
সোমবার, ০৫ জুন ২০২৩, ০৩:২১ অপরাহ্ন

বৌদ্ধ ভিক্ষু ভদন্ত প্রজ্ঞালংকার থেরোর উপর দুর্বৃত্তদের এলোপাথাড়ি হামলা

প্রতিবেদক
  • সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ১২২৫৯ পঠিত

রুবেল বড়ুয়া রনি|

চট্রগ্রাম জেলা লোহাগাড়া উপজেলায় আধুনগর কাঁচাবাজার সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা এক বৌদ্ধ ভিক্ষুর উপর এলোপাথাড়ি হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করেছে। পার্শ্ববর্তী ইউনিয়ন চুনতি দক্ষিণ বড়ুয়া পাড়ার গৌতম বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞালংকার থের (৪৫) মহোদয় উক্ত হামলার শিকার হন। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর, ২০১৭)সকাল৯ টায় উক্ত হামলার ঘটনা ঘটে।

জানা যায়,সাম্প্রদায়ীক সম্প্রীতির অনন্য স্হান দক্ষিণ চট্টলার পুণ্যভুমিখ্যাত লোহাগাড়া উপজেলাধীন চুনতি ইউনিয়ন। আদিকাল হতে অদ্যাবদি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যদিয়ে বসবাসকারী মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাইভাই হয়ে সহাবস্থান বিদ্যমান। কিন্তু আজ অত্যন্ত পরিতাপের ব্যাপার হলো পার্শ্ববর্তী ইউনিয়ন চুনতি দক্ষিণ বড়ুয়া পাড়ার গৌতম বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞালংকার থের মহোদয় মছদীয়া বিহারে যাওয়ার পথে অতর্কিত ভাবে হামলা চালিয়ে শারিরীক আঘাত করে ’বনফুল ’ কোম্পানীর মার্কেটিং কর্মচারী জনাব জাহাঙ্গীর হোছাইন নামের এক দুষ্কৃতকারী । তৎক্ষণাৎ বাজারের একজন প্রবিন ব্যবসায়ী ভান্তেকে উদ্ধার করার চেষ্টা করলেও হামলাকারি রাগান্বিতভাবে ভান্তেকে দৌড়ালে ভান্তে একটা বড়ুয়ার দোকানে আশ্রয় নেয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় বৌদ্ধরা থানায় এবং চেয়ারম্যান মহোদয়কে অবগত করালে তাৎক্ষণিক উনারা আইনানুগ ব্যবস্থা গ্রহনে ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীকে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

কিন্তু উক্ত ঘটনাটি সামাজিক গণমাধ্যমে প্রচারিত হলে সামজিক গণমাধ্যম ব্যবহারকারীগণ ব্যাপক প্রতিবাদ, নিন্দা ও সমালোচনা ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!