সুমন রাজ বড়ুয়া
ধর্ম যার যার উৎসব সবার
বৌদ্ধ-মুসলিম-হিন্দু নেই ভেদাভেদ।
উৎসবের আমজে আমরা সবাই
সম্প্রীতির এক চির বন্ধন।
আসিতেছে প্রবারণা পৃর্ণিমা
ফানুস উড়ায়ে করবে মজা,
বৌদ্ধ-মুসলিম -হিন্দু-খ্রীষ্টান।
প্রবারণা নয় তো কারো একার
এই যেন মহা আনন্দের পর্বণ।
যদি থাকতো সরকারী ছুটি
আনন্দের সীমা হারিয়ে যাবার নেই মানা।
তবে এই কেনো উদাসীনতার খেলা
ছুটি-ছুটি-সরকারী ছুটি চাই প্রবারণা তে।
সম্প্রীতির মাননে সরকার প্রধান,দেবে কি সাড়া ?
ছুটি-ছুটি-সরকারী ছুটি চাই
প্রবারণা তে সরকারী ছুটি চাই।