আন্তর্জাতিক ডেস্ক: ১৮ই সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত হলো বিশ্ব শান্তি সম্মেলন World Alliance of Religions’ Peace Summit (WARP) 2017। তৃতীয় বারের মতো দক্ষিন কোরিয়ায় এই বিশ্ব সম্মেলনের আয়োজন করে Heavenly Culture, World Peace, Restoration of Light (HWPL) এবং সহআয়োজনে International Women’s Peace Group (IWPG)।
বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তিউনেশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট Moncef Marzouki, ক্রোয়েশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট Ivo Josipovic, বেলারুশের প্রাক্তন প্রেসিডেন্ট Stanislaw Shushkhevic, বেনিন জাতীয় পরিষদের প্রেসিডেন্ট Aderin Houngbedji, কসোভোর প্রাক্তন প্রেসিডেন্ট Ms Atifete Jahjaga, জাম্বিয়ার আইনমন্ত্রী Given Lubinda, ভারতের স্বর্নমন্দিরের প্রধান Singh Sahib Giani Gurbachan Singh ji সহ সারাবিশ্বের ১৪১টি দেশ থেকে একহাজারের অধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহন করেন।
যার মধ্যে আছেন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, আইন, ধর্মীয়, মহিলা, যুব এবং গণমাধ্যমে কর্মরত বিশেষ ব্যক্তিত্বগণ। বাংলাদেশ থেকে অনেকেই এই সম্মেলনে অংশগ্রহন করেন এর মধ্যে আছে, বিভিন্ন NGO, সাহায্য সংস্থা, বিশিষ্ট আন্তর্জাতিক মিডিয়া ব্যাক্তিত্ত, যুদ্ধ ও সংঘাত বিশেষজ্ঞ এবং আরও অনেকেই। “HWPL Peace Award 2017” তে ভূষিত হন সারা পৃথিবী থেকে বরেণ্য ব্যাক্তিতব। বাংলাদেশ থেকে আরও যারা এই পদক লাভ করেন তারা হলেন ডঃ কামাল হোসেন, ডঃ আসিফ নজরুল, ডঃ মাহবুবুর রাহমান মোল্লা এবং মিঃ ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া।