বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ এর একটি প্রতিনিধিদল গতরাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামালের বাস ভবনে জরুরী সাক্ষাত করেন। তাঁরা রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে দেশের বৌদ্ধসম্প্রদায়ের বর্তমান অবস্থান তুলে ধরে বৌদ্ধ নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপের প্রশংসা করেন। তাঁরা এ ব্যাপারে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবও পেশ করেন। মাননীয় মন্ত্রী এ সময় আইজি মহোদয়কে কিছু নির্দেশ জারি করেন।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৌদ্ধদের সার্বিক নিরাপত্তার আশ্বাস দেন। তিনি রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ এর বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন। প্রবারণা পূর্ণিমায় ফানুস না ওড়ানো, রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণদানের উদ্যোগের প্রশংসা করে তিনি বৌদ্ধ সম্প্রদায়কে ধন্যবাদ জানান।
বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের মুখ্য সমন্বয়ক অশোক বড়ুয়া ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন ( জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) সর্বমিষ্টার অধ্যাপক ডা অসীম রঞ্জন বড়ুয়া, পি আর বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, প্রমথ বড়ুয়া, অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া, স্বপন বড়ুয়া চৌধুরী, কর্ণেল সুমন বড়ুয়া, অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, সুপ্ত ভূষণ বড়ুয়া, প্রিয়ব্রত বড়ুয়া, সুমন কান্তি বড়ুয়া প্রমুখ।