শ্রীমৎ বোধিমিএ মহাথের
মহাসচিব,বাংলাদেশ বৌদ্ধ ভিকখু মহাসভা
বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের সংবাদ সম্মেলনে-২০১৭ প্রবারণা পূণিমায় ফানুস না ঊড়ান সিদ্ধান্তকে স্বাগত জানাই। সঠিক সময়ে সঠিক সিদ্বান্ত মনে করছি।
পরিবেশ,বিভিন্ন প্রেক্ষাপট, বর্তমান পরিস্হিতিতে এ দূরদর্শী আবেদন/আহ্বান গ্রহনযোগ্য।বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে সাধুবাদ জানান। ইগু/উগ্রতার পরিনাম কোন সময় ভাল নয়। এই বছর ফানুস না উড়ালে বৌদ্ধ ধর্ম চলে যাবে না। বৌদ্ধ ধর্ম ত্যাগের ধর্ম। বিনয় হচ্ছে বৌদ্ধ শাসনের আয়ূ।সকল প্রাণীর সুখ কামণা বুদ্ধের প্রধান শিক্ষা। যে সমস্ত প্রবীন নেতৃত্ব এ সিদ্ধান্ত দিয়েছেন -অতীত- বর্তমান,স্হান,কাল,অবস্হান, সামাজিক,রাজনৈতিক,ঐতিহাসিক,ধর্মীয়, বিভিন্ন প্রক্ষাপটে তাঁদের অভিজ্ঞতা নবীনদের চেয়ে অনেক বেশী।
সবিনয়ে সকলকে অনুরোধ জানাই।জাতী রক্ষার্থে এ সিদ্ধান্ত করণীয় মনে করুন।