রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চির ভাষণ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। এই জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে সু চির দেওয়া কোনও বক্তব্য গ্রহণযোগ্য নয়। তার বক্তব্য আমরা জোটের পক্ষ থকে প্রত্যাখ্যান করছি।’ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে ১৪ দলীয় জোটের নেতাদের মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনী, যারা নিজ দেশের নিরীহ মানুষকে হত্যা করছে, আমরা ১৪ দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করছি। আমরা নিন্দা জানাই সু চির আজকের এই ভূমিকাকেও। তিনি শান্তিতে নোবেল পেয়ে কিভাবে এই নির্যাতনকে প্রশ্রয় দিচ্ছেন?’
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আজকে আমরা আশা করবো বিশ্ববাসী জেগে উঠবে, চাপ সৃষ্টি করবে মিয়ানমারের ওপর। তারা যেন এই নিরীহ মানুষদের ফিরিয়ে নেয়, তাদের যেন নিজের দেশের আশ্রয় পাওয়ার ব্যবস্থা করে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারতসহ বিশ্বের শক্তিধর দেশগুলোকে অনুরোধ করব তারা যেন এগিয়ে আসে। এই নিরীহ মানুষের দিকে তাকিয়ে মিয়ানমারকে চাপ সৃষ্টি করার জন্য।’
১৪ দলীয় জোটের মুখপাত্র আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই যে আজকে বাংলাদেশের জনপদে লাখ লাখ নির্যাতিত রোহিঙ্গাকে তিনি আশ্রয় দিয়েছেন। যার ফলে তিনি বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছেন।’ রোহিঙ্গা সংকট নিরসনে বিএনপির ঐক্যের ডাকে সাড়া মিলবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘শেখ হাসিনার কূটনৈতিক সফলতার কারণে আজকে সমগ্র বিশ্ব জেগে উঠেছে। ওরা (বিএনপি) কী বলছে– সেটা দেখার বিষয় নয়।’
মতবিনিময়ে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও বিশ্ব বৌদ্ধ ভ্রাতৃ সংঘের সহসভাপতি শুদ্ধানন্দ মহাথেরো বলেন, ‘আমরা চাই এ সমস্যার সমাধান হোক, রোহিঙ্গারা সসম্মানে তাদের দেশে ফিরে যাক। আমরা বৌদ্ধরা মনে করি রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন হচ্ছে তা ঠিক নয়। রোহিঙ্গাদের বিষয়ে সরকারের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত।’
মতবিনিময় সভায় আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনকে ‘মানবতা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সারাবিশ্বে মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে মানবতা দিবস হিসেবে পালন করার প্রস্তাব করছি।’