এবার প্রবারণা পূর্ণিমায় ফানুস উত্তোলন না করার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্যকরী সদস্য এবং সংঘরাজ ভিক্ষু মহাসভার আওতাধীন আঞ্চলিক সংগঠনের সভাপতি / সম্পাদকদের নিয়ে এক জরুরি সভা বৃহস্পতিবার ২০ সেপ্টেম্বর চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারে অনুষ্ঠিত হয়। এতে দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও নিন্মে লিখিত সিদ্ধান্ত গৃহীত হয় যে–
১। বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের প্রতিনিধিকে পূর্বে আলোচনা করে যে সিদ্ধান্ত প্রদান করা হয়েছে সেই সিদ্ধান্তের সাথে কার্যকরি পরিষদ একমত পোষন করে আগামী প্রবারণা পূর্ণিমার উৎসবে আতস্ বাজি না ফোটানো এবং ফানুস না ওড়ানো।
২। মাননীয় ভিক্ষুসংঘের কাছ থেকে ত্রানসামগ্রী ও নির্ধারিত শ্রদ্ধাদান সংগ্রহ করা এবং আগামী ০২/১০/২০১৭ তারিখে রোহিঙ্গা শরণার্থীদের নিকট ভিক্ষুসংঘরা স্বহস্থে ত্রানসামগ্রী বিতরণের জন্য যাওয়া।
৩। কঠিন চীবর দান অনুষ্ঠানে যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান না করা, দান সভা সুর্য্যাস্তের আগেই শেষ করা।
উল্লেখিত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন করার জন্য মাননীয় ভিক্ষুসংঘ, বিহার কমিটি, উপাসক/ উপাসিকাবৃন্দ এবং সুধীজনকে বিশেষ ভাবে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস. লোকজিৎ স্থবির।