ফটিকছড়িঃ ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজ কতৃক মিয়ানমার হতে আগত অসহায় রোহিঙ্গা গোষ্টীদের উখিয়ায় শরনার্থী শিবিরে মানবিক সাহায্য করা হয়। সোমবার ফটিকছড়ি উপজেলার ২৫ টি বৌদ্ধ সমাজের সকল বৌদ্ধদের অংশগ্রহনের মাধ্যমে ১১০০ টি অসহায় রোহিঙ্গা পরিবারকে প্রয়োজনীয় দ্রব্য চাল,ডাল,লবন,বিস্কুট, নতুন পোশাক,থালা,গ্লাস, প্লাস্টিক বালতি-গামলা সামগ্রী দিয়ে সাহায্য করেন। তারা সকাল বেলায় ত্রান সামগ্রী নিয়ে প্রশাসন কার্যালয়ে পৌছালে প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত শরনার্থী শিবির তাজমিনারখোলা, তংখাই নামক স্থানে তাদের ত্রান বিতরনের জন্য টিক করে দেন।
এই সময় প্রশাসনের পক্ষ হতে ম্যাজিস্ট্রেট ইকতিয়ার উদ্দিন আরফাত এবং এক প্লাটুন বিজিবি সহ প্রধান সড়ক হতে দুই কিলোমিটার দূরুত্বে উক্ত রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে গিয়ে ত্রান সমূহ দান করেন।
ত্রান বিতরন কালীন সময়ে “ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজ” কমিটির সদস্য সচিব ধনন্জয় বড়ুয়া রুবেল সাংবাদিকদের বলেন বৌদ্ধরা সব সময়ই মানবতা বাদী আর যারা এই মানবতা লংঙ্গন করেন তারা কখনো বৌদ্ধ হতে পারে না।
এসময় ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজ কতৃক গঠিত “ত্রান বিষয়ক আহ্বায়ক কমিটি”র প্রধান বাবু রনজিত বড়ুয়া, সচিব বাবু রাজেশ বড়ুয়াসহ সদস্য বাবু সুকান্ত বড়ুয়া, বাবু জিবক বড়ুয়া কেন্টু, বাবু টিপন বড়ুয়া, বাবু বিপ্লব বড়ুয়া, বাবু হিল্লোল বড়ুয়া,বাবু শিশির বড়ুয়া, বাবু পবিত্র বড়ুয়া, বাবু অমৃত বড়ুয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও তাদের সাথে ছিলেন ফটিকছড়ি উপজেলার ৪নং ভূজপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইব্রাহিম তালুকদার, উখিয়ার রত্নাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু বাবুল বড়ুয়া,সাংবাদিক নাকিব সিদ্দীকি,বাবু পরিমল বড়ুয়া,আশিষ বড়ুয়া।