প্রেস বিজ্ঞপ্তি : গত ১৮ সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে ধর্মীয় জাতীগত সংখ্যালঘু সংগঠন সমূহের জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান জাতিগত নিধন, অমানবিক নির্যাতন এবং রোহিঙ্গাদের স্বদেশভূমি ত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়
এতে অংশগ্রহন করে বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা, বৌদ্ধ নেতা রামেন্দ্র বড়ুয়া ও সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া । সিলেট বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দের আরো উপস্থিত ছিলেন লিটন বড়ুয়া,শিমুল মুৎসুদ্দী, দিলু বড়ুয়া,জয়ধন বড়ুয়া, মিলন বড়ুয়া, পলাশ বড়ুয়া,পাপ্পু বড়ুয়া, লাভলু বড়ুয়া,রাজু বড়ুয়া, শিমুল বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনকারীরা মানবতার শত্র“। নির্বিচারে রোহিঙ্গা হত্যা করে তারা মানবতাকে হত্যা করেছে। তাদের এই ঘৃণিত কাজ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন ।