প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশী বৌদ্ধ কল্যান সমিতি কুয়েত, এর উদ্যোগে “শুভ মধু পূর্ণিমা” উদযাপন গত শুক্রবার ৮/৯/১৭ইংরেজী বাবু জীনুরত্ন সুমন রীজেন বড়ুয়ার বাসভবনে অনুষ্ঠিত হয়। বুদ্ধবাণী পাঠ করেন সমিতির সাংগঠনিক সম্পাদক বাবু জিনুরত্ন বড়ুয়া। বুদ্ধপূজা ও সীবলী পূজা উৎসর্গ এবং পঞ্চশীল গ্রহণ করান নেটের মাধ্যমে, পুটিবিলা মহাবোধি বিহারের অধ্যক্ষ শ্রীমৎ রত্নপ্রিয় মহাথের। বিশ্ব শান্তি কামনায় এবং প্রবাসীদের মংগল কামনায় ভান্তে দেশনা প্রদান করেন। বাবু কনক বড়ুয়ার প্রয়াত পিতার পারলৌকিক সদ্গতি কামনায় জল ঢেলে পূণ্যদান ও করা হয়। দুপুরে বাবু কনক বড়ুয়া ৫০/৬০ জন অতিথিকে ভোজনের নিমন্ত্রণ করেন।
দ্বিতীয় পর্ব- দুপুর ২টায় সহ- সাধারণ সম্পাদক বাবু সুমন বড়ুয়ার পরিচালনায় “শুভ মধু পূর্ণিমার তাপর্য তুলে ধরে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরতে মংগলাচরণ করেন ধর্মীয় সম্পাদক বাবু রীজেন বড়ুয়া। উক্ত সভায় সভাপতিত্ব করেন সমিতির উপদেষ্ঠা, বাবু ধর্মপ্রিয় বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন, বাবু কনক বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন, বাবু সজল বড়ুয়া ও অরুপ বড়ুয়া। উদ্বোধনী ভাষণ প্রধান করেন, উপদেষ্ঠা বাবু সুমন বড়ুয়া। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক বাবু সুমন বড়ুয়া। “শুভ মধু পূর্ণিমার” তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন তির্যক প্রাণীর বুদ্ধের প্রতি সেবা, উদারতা মহত্ব ও ত্যাগের যে মহিমা প্রদর্শন করেছে তা বিরল। হস্তীরাজ ও বানরের মধুদান তার মধ্যে উল্লেখযোগ্য। উক্ত আলোচনা সভায় যারা উপস্হিত ছিলেন যথাক্রমে- বাবু নীতিশ,দেবমিত্র,স্বপন,সুব্রত, ক্ষেমশ,বির্দশন, শংকর, সুজন,দীপায়ন, মিলন,প্রতিরন্জন,নীপু, নির্দশন,প্রদীপ, বাদল, মিন্টু বাবুল, প্রেমজিত,অলোক,বাদল,ঝন্টু,
প্রিয়নন্দ,বিশ্বজিৎ,নিউটন, রাকেশ, ভবতোষ,আশু বড়ুয়া প্রমুখ,। বিশ্বশান্তি কামনায় ও সমবেত প্রার্থনার মাধ্যমে আলোচনা সভা শেষ হয়। সভা শেষে বাবু চানক বড়ুয়ার পরিচালনায় বুদ্ধ কীর্তন ও তার সহ শিল্পীদের মন মুগ্ধকর গান পরিবেশনের মধ্যমে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করা হয়।