খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার মধ্য বোয়ালখালীতে ছুরিকাঘাতে এক চাকমা নারীকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলাউদ্দীন (৬৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকাল সকাল পৌণে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইন্দ্র দেবী চাকমা (৫৫)। সে মধ্য বোয়ালখালী এলাকার মৃত রঞ্জন ত্রিপুরার স্ত্রী বলে জানা গেছে।
গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটে। নিহত ইন্দ্রা ও আটক আলাউদ্দীন প্রতিবেশি বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিঘীনালা থানা পুলিশ।