1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩১ অপরাহ্ন

বিহারে আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে দালাই লামা

প্রতিবেদক
  • সময় রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৪৮১ পঠিত

বিহারে আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে দালাই লামা নিজেকে ভারতের সন্তান বলে উল্লেখ করলেন বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা।

বিহারের নালন্দা জেলায় বৌদ্ধধর্ম সংক্রান্ত এক আন্তর্জাতিক আলোচনাসভার উদ্বোধন করে দালাই লামা বলেছেন, গত ৫৮ বছর ধরে আমি ভারতে বাস করছি। তাই আমিও ভারতের সন্তান। বিশ্বের অন্য কোনও দেশ ভারতের মতো ধর্মনিরপেক্ষ নয়। নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষার সূচনা হয়েছিল, তার জন্যই আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি।

তিব্বত থেকে নির্বাসিত হওয়ার পর থেকেই ভারতে আছেন দালাই লামা।

তিনি অতীতের স্মৃতিচারণ করে বলেছেন, আমি যখন তিব্বতে ছিলাম, তখন চিন্তা-ভাবনা সংকীর্ণ ছিল। কিন্তু আমি যখন নিজের দেশ ছেড়ে ভারতে এলাম, তিব্বতসহ সারা বিশ্ব সম্পর্কে বৃহত্তর ধারণা তৈরি হল। সারা বিশ্বে সহনশীলতা এবং ক্ষমাশীলতার অভ্যাস গড়ে তোলার জন্য সুশিক্ষার উপর জোর দিয়েছেন দালাই লামা। তাঁর মতে, বর্তমান সময়ের শিক্ষা মানুষকে ক্রেতা করে তুলছে। চিরাচরিত শিক্ষার ফলেই মানুষের উপকার হয়।

কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মহেশ শর্মাও এই অনুষ্ঠানে হাজির ছিলেন। আজ রবিবার ভারতের রাষ্ট্রপতিরও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা।
তিব্বতের ধর্মীয় আধ্যাত্মিক নেতা দালাই লামা ভারতের বিহারে তিনদিনের এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন I

ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় নালন্দা মহাবিহার ও রাজগির সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে Relevance Of Buddhism In 21st Century এ শিরোনামে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে I

৩৫টি দেশ থেকে ১০০০ প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন I

চীনের বিরোধীতার কারণে দালাই লামাকে বহু সম্মেলনে যোগদানে বাঁধা দেয়া হয়েছে I বিহারের এই সম্মেলনে দালাই লামার উপস্থিতির কারণে চীন এই সম্মেলনে কোনো প্রতিনিধিদল পাঠায় নি I
আগামী ১৯ মার্চ এ সম্মেলন শেষ হবার কথা রয়েছে।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!