অংশেপ্রু মারমা , খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি:খাগড়াছড়ি সদর পানখাইয়া পাড়ার প্রবীন ব্যত্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, পানখাইয়া পাড়া ধর্মারাজিক বৌদ্ধ বিহারের বিশিষ্ট উপাসক, ধর্মানুরাগী, খাগড়াছড়ি পৌরসভা সাবেক সফল কাউন্সিলর,প্রয়াত বাবু মংশে মারমা শেষকৃত্যানুষ্ঠান ১৯ মার্চ রবিবার বিকাল ২:৪৫ ঘটিকায় সময় পানখাইয়া পাড়া মহাশ্বশানে অনুষ্ঠিত হয়।
তিঁনি গত ১৮/০৩/১৭ ইং সন্ধ্যা ৭:০৫ সময় নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তাঁর পরলোকগমনে তাঁর শুভাঙ্খাখীদের শোকে ছায়া নেমে। তিনি মরণ আগ পর্যন্ত বিভিন্ন সামাজিক সংগঠনে সাথে জড়িত ছিলেন এবং স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সাথে জড়িত থেকে অগ্রণীভূমিকা পালন করেন।তাঁর মৃত্যু সংবাদ শুনে তাঁর বাসায় ছুটে আসেন স্থানীয় সাংসদ বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান বাবু কংজরী চৌধুরী,জেলা পরিষদের সম্মানিত সদস্য বাবু মংক্যচিং চৌধুরী প্রমূখ এলাকার গন্যমান্য ব্যত্তিবর্গ শোকাত্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মংশে মারমা অনিত্য সভা হাজারো ধর্মপ্রাণ উপাসক/ উপাসিকা ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।পরম পূজ্য ভদন্ত সভনা মহাথেরো মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনিত্য সভা স্বদর্মদেশনা প্রদান করেন কড়ালদিয়াছড়া ধার্ম্মাবিচারা মেডিটেশন সেন্টারের পরিচালক ও অধ্যক্ষ, সুমধুর কন্ঠস্বর ভদন্ত বিচারা থেরো(আশ্যাং বিচারা ভান্তে), শ্রদ্ধেয় ভদন্ত সভনা মহাথেরো মহোদয়। উৎস্বর্গ ও পুণ্যদান করেন খাগড়াছড়ি ধর্মারাজিক বৌদ্ধ অধ্যক্ষ, ভিক্ষু এসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব ভদন্ত প্রজ্ঞাবংশ থেরো।
কাউন্সিলর মংশে মারমা মৃত্যুতে বিভিন্ন ব্যত্তি ও সংগঠন পুষ্পমাল্য দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন যথাক্রমে – খাগড়াছড়ি পৌরসভা, মারমা উন্নয়ন সংসদ- কেন্দ্রীয় কমিটি, পানখাইয়া উচ্চ বিদ্যালয়, পানখাইয়া পাড়া সরকারি প্রা: বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষক – শিক্ষিকা বৃন্দ, সরকারি শিশু পরিবার – খাগড়াছড়ি সদর, মারমা যুব কল্যাণ ক্লাব প্রমূখ বিভিন্ন সংগঠন।
প্রয়াত মংশে মারমা সপ্তাহত্রিয়া / মহাসংঘদান আগামী ২৪/০৩/১৭ ইং রোজ শুক্রবার নিজ বাস ভবনে অনুষ্ঠিত হবে।এতে সকল আত্নীয় – স্বজন, বন্ধু – শুভাঙখাখীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়ছে।