অনলাইন ডেস্ক

আফগানিস্তানের জাতীয় মিউজিয়ামে ঠাঁই পেতে চলেছে তৃতীয় ও পঞ্চম দশকের মাঝামাঝি সময়ের একটি বুদ্ধমূর্তি। ২০১২ সালে কাবুলের থেকে ৪০ কিমি দক্ষিণ পূর্বে মেস অ্যায়না অঞ্চল থেকে উদ্ধার করা হয় এই প্রাচীন বুদ্ধমূর্তিটিকে। বর্তমানে কাবুলের লোগার প্রদেশের এই এলাকাটি তালিবান উপদ্রুত। সেখানেই মাটির তলায় গভীরে সংরক্ষিত ছিল এই মূর্তিটি।
তালিবান উপদ্রুত এই এলাকা থেক মূর্তিটি উদ্ধার করা সহজ ছিল না। চীনের একটি দল খননকাজ শুরু করলে ১০০০ একর জুড়ে একটি বৌদ্ধমঠ আবিশকার হয়। সেখান থেকেই উদ্ধার করা হয় এই বুদ্ধমূর্তিটি। প্রত্নতত্ত্ববিদরা মূর্তিটি দেখে জানিয়েছেন যে মূর্তিটি বহু পুরনো হলেও এখনও অক্ষত সেটি। এমনকি মূর্তির রঙেরও তেমন পরিবর্তন হয়নি।
মূর্তিটিকে সুন্দর করে সাজিয়ে মিউজিয়ামের যথাযোগ্য স্থানেই স্থাপন করা হবে বলেই জানা গেছে। মূর্তিটি তৈরি হয়েছিল মেস অ্যায়নাক নদীর মাটি দিয়ে। অল্প বৃষ্টিতেই নষ্ট হতে পারে মূর্তিটি। তাই এই প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রাখতে যত তাড়াতাড়ি সম্ভব কাবুলের মিউজিয়ামে এটিকে রাখার ব্যবস্থা করা হচ্ছে।