সম্প্রতি বার্মা থেকে আমেরিকা রুটে যাওয়ার জন্য মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্স কর্তৃক একটি নতুন ৭০৭ বোয়িং বিমান কেনা হয়। তবে সেই বিমানটির উদ্দয়ন কার্যক্রম শুরুর পূর্বে অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষুসংঘ আমন্ত্রণ করে মঙ্গলসুত্র পাঠের মাধ্যমে এটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
বুদ্ধও বলেন, যে কোনো কাজ শুরু করার পূর্বে পুণ্যকর্ম দিয়ে শুরু করা উচিত। বার্মা বৌদ্ধ প্রতিরুপ দেশ, সেজন্য তারা এভাবে মহা-আশ্চর্যজনক কুশল কর্ম করে।
আমাদের দেশেও এভাবে অনেকেই নতুন গাড়ি বা বাড়িতে ভিক্ষুসংঘ ডেকে মাংগলিক অনুষ্ঠানাদি করে
থাকেন। আমরা আশা করবো, বার্মাসহ অন্যান্য বৌদ্ধ প্রতিরূপ দেশের এমন মহৎ কর্ম দেখে তারা নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন এবং কুশল কর্মে আগ্রহী-উদ্যোগী হয়ে উঠবেন।