কনক বড়ুয়া, উখিয়া (কক্সবাজার)
অনুত্তর পুণ্য ক্ষেত্র ভিক্ষু সংঘ ও হাজারো পূণ্যার্থীদের উপস্থিতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে কক্সবাজারের উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির আজীবন সভাপতি, ত্রিপিটক বিশারদ ও পাতাবাড়ি আনন্দ ভবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বেরতপ্রিয় মহাথেরোর পেটিকাবদ্ধ অনুষ্টান সুসম্পন্ন হয়েছে।১৬ মার্চ (বৃহস্পতিবার) সকালে অষ্টউপকরণ সহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পদকে প্রাপ্ত অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ উপসংঘরাজ শ্রীমৎ সত্যপ্রিয় মহাথেরো। প্রধান ধর্মদেশক শ্রীমৎ কুশলায়ন মহাথের, প্রধান পরিচালক, জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ ও প্রশিক্ষণ কেন্দ্র। প্রয়াত: রেবতপ্রিয় মহাথেরো’র জীবনালেখ্য নিয়ে স্মৃতিচারণ করেন প্রিয়রত্ন মহাথেরো, চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান। শ্রীমৎ প্রজ্ঞাবোধি মহাথেরো, উপাধ্যক্ষ, পাতাবাড়ী আনন্দ ভবন বিহার। শ্রীমৎ প্রজ্ঞানন্দ ভিক্ষু, সম্পাদক, আমাদের রামু ডটকম। শ্রীমৎ জ্যোতিপ্রিয় থের, সাধারণ সম্পাদক, উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি। ডা: শংকর বড়ুয়া, প্রভাষক, কক্সবাজার মেডিকেল কলেজ। এড. অনিল কান্তি বড়ুয়া, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব, কক্সবাজার জেলা। কলেজ শিক্ষক প্লাবণ বড়ুয়া, সভাপতি, পাতাবাড়ী আনন্দ ভবন বিহার সেবা কমিটি। রূপন বড়ুয়া, সাধারণ সম্পাদক, পাতাবাড়ী আনন্দ ভবন বিহার সেবা কমিটি, উপাসক অরিষ্ট বড়ুয়া।
উপস্থিত ছিলেন, পাঞাওয়ারা মহাথেরা, ইন্দ্রবংশ মহাথেরো, বিমলজ্যোতি মহাথেরো, শীলজ্যোতি থের, জ্যোতি রক্ষিত থের, নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, মধু সুদন বড়ুয়া মেম্বার, শিক্ষক সুদত্ত বড়ুয়া, শিক্ষক সুবদন বড়ুয়া, আদিত্য বড়ুয়া রাহুল, শিক্ষক স্বপন বড়ুয়া, সিএসবি ২৪ ডটকম সম্পাদক পলাশ বড়ুয়া, অন্নদা বড়ুয়া, মনোরঞ্জন বড়ুয়া, শংকর বড়ুয়া, কিরণ বড়ুয়া, মধু বড়ুয়া, রনজিত বড়ুয়া, রুবেল বড়ুয়া (আর্মি), মিন্টু বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গলাচরণ করেন আনন্দ বোধি শ্রামণ। পঞ্চশীল প্রার্থনা করেন- ডা: সুনিল বড়ুয়া। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভংকর বড়ুয়া।
উল্লেখ্য যে, রেবতপ্রিয় মহাথেরা ১৩ মার্চ (সোমবার) পৌনে ৩টায় কক্সবাজার জেনারেল হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে ৭১ বৎসর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। প্রয়াত: রেবতপ্রিয় মহাথেরো গৃহী জীবনে রত্নাপালং ইউনিয়নের কোটবাজারস্থ সাতবাড়িয়া পাড়ার মাষ্টার ক্ষীরোধ চন্দ্র বড়ুয়ার তৃতীয় পুত্র এবং প্রয়াত: শাসনবংশ মহাথেরো’র প্রথম শিষ্য। সংসার ত্যাগ পরবর্তী তিনি আবাল্য ব্রহ্মচারী বৌদ্ধ ভিক্ষু হিসেবে ৪৭ বর্ষাবাস (ওয়া) ধর্মপ্রচার করেন। মৃত্যুকালে তিনি ভিক্ষু জীবনে শিষ্য-প্রশিষ্য এবং গৃহীজীবনের অসংখ্য আতœীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান ।