চট্টগ্রাম মহানগরের সুপরিচিত বৌদ্ধ ধর্মীয়,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বৌদ্ধ ছায়াঙ্গন চট্টগ্রাম এর ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আগামী ২৬ মার্চ ২০১৭ ইং রোজ রবিবার চট্টগ্রাম বৌদ্ধ বিহার প্রাংগনে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্টান মালায় রয়েছে বৌদ্ধ ছায়াংগন মেধা বৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতারর বিষয়–
বন্দনা_ও_সুত্রপাঠ_প্রতিযোগিতা
সময় -দুপুর ২ঘটিকা
প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য ছবিতে উল্লিখিত নাম্বারে যোগাযোগ করুন। বর্ষপূর্তি উদযাপন অনুষ্টান ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সময় – বিকাল ৪.৩০ মি। সাংস্কৃতিক অনুষ্টান সময় – সন্ধ্যা ৭.৩০ মি।
উক্ত অনুষ্ঠান মালায় আপনার/আপনাদের সবান্ধবে মৈত্রিপূর্ন উপস্থিতি কামনা করা হয়েছে।