বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘের সভাপতি, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ,মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো মায়ানমার সরকার কতৃর্ক ” অগ্গমহাসদ্ধম্মজোতিকাধজ্জ-২০১৬” উপাধি গ্রহন করেছেন ।
গতকাল ১২ মার্চ রবিবার , ২০১৭ ইং তারিখে রাজধানী নেপিডোতে মহাসমারোহে মায়ানমারের মহামান্য রাস্ট্রপতি অংসান সুকির উপস্থিতিতেে শ্রদ্ধেয় ভান্তেকে এ পদক তুলে দেওয়া হয়।
গত ৪ঠা জানুয়ারী ২০১৭ ইং তারিখে এ সুসংবাদটি মায়ানমার সরকার ঘোষনা করে। জানা যায়, বুদ্ধ শাসনের হিতসাধন, সদ্ধর্মের সুরক্ষা, বোধির অনুশীলন, শীল-সমাধি-প্রজ্ঞা ও মহাথেরা গুণসম্পন্ন ব্যক্তি হিসেবে শ্রদ্ধেয় মহাথেরোকে এ রাস্ট্রীয় পদকটিতে ভূষিত করা হয়। মায়ানমার সরকার এ ক্যাটাগরীতে চার শ্রেণীতে; যথাক্রমে ১।সদ্ধম্মজোতিকাধজ্জ ২।মহাসদ্ধম্মজোতিকাধজ্জ ৩। অগ্গমহাসদ্ধম্মজোতিকাধজ্জ ৪।,অভিধজ্জঅগ্গামহাসদ্ধম্মজোতিকাধজ্জ তে দেওয়া হয়। এদিক দিয়ে দ্বিতীয় সর্ব্বোচ পদকটি শ্রদ্ধেয় ভান্তে লাভ করলেন, যা পুরো বাংলার বৌদ্ধদের জন্য এক গর্বের বিষয়। মাননীয় সংঘনায়ক পাশাপাশি বিদেশী পন্ডিতদের মধ্যে যারা এ সম্মানজনক উপাধি পেয়েছেন তাদের মধ্যে; 1.Ven.Hyun Myung, Bo Moon Jun Sa Temple, GanWon Do, Republic of Korea. 2. Ven SAMDECH UTDOM, Phanha Doung Phang, Ponhea Leu District, Kandal Province, Cambodia. 3. Ven. Phrakhru WARAPINYAKHUN, Wat Mahathatu, Bankok, Thailand and 4. Ven WIKANDA, International Sasana Hermitage, Lumbini, Nepal অন্যতম।