মৃনাল কান্তি বড়ুয়া
আজ (১২ মার্চ রবিবার) নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশী বৌদ্ধদের উদ্যোগে প্রথমবারের মত ২০১৭ সালের মে মাসে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে বিপুল বড়ুয়ার আহ্বানে ৩৪এ/৫০ লিভারপুল ষ্ট্রীট,অকল্যান্ডে যীশু বড়ুয়ার বাসায় হিল্লোল বড়ুয়ার সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মহামন্ডল কল্যান সংস্হা (MWO) মহাসচিব নিউজল্যান্ড প্রবাসী বিপুল বড়ুয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নিহার বড়ুয়া,যীশু বড়ুয়া,সৌগত বড়ুয়া, অজয় বড়ুয়া,,দীপক বড়ুয়া,পিউ বড়ুয়া,পঙ্কজ বড়ুয়া(জোতিশ্রী) প্রমুখ ।
সভায় উপস্হিত সবার সর্ব সন্মতিক্রমে ডাঃ তাপস বড়ুয়াকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট বুদ্ধ পূর্ণিমা উদযাপনী পরিষদ -২০১৭ গঠন করা হয়। এছাড়া উপস্হিত সভ্যগন বুদ্ধ পূর্ণিমা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
পরিশেষে উদযাপনী পরিষদের দায়িত্ব বন্টন ও বাজেট প্রনয়ন করে সভার সভাপতি হিল্লোল বড়ুয়া উপস্থিত সকলকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সভার পরিসমাপ্তি ঘোষনা করেন ।
উল্লেখ্য যে, নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশী বৌদ্ধদের এ প্রথম সম্মিলিতভাবে বুদ্ধ পূর্ণিমা উদযাপন কল্পে উদ্যোগ গ্রহন করে।