হিমাদ্রী হিমু
বন্ধুত্ব, মানবতা এবং বিশ্ব জয়ের ইচ্ছাকে বুকে ধারন করে ২০১২ সালে কদলপুর অনাথ আশ্রমের একদল অনাথ শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিষ্ঠিত মানবসেবা মূলক সেচ্ছাসেবী সংগঠন ” করুণা” প্রতি বছরের মতো এবারও ১০ মার্চ ২০১৭ ইং তারিখে বান্দরবানের লামার “ত্রিশডেবা জিনামেজু অনাথ আশ্রম”-এ ৭৮ জন অনাথ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী এবং খাদ্যসামগ্রী বিতরন করে। আশ্রমের প্রতিষ্ঠাতা উ: নন্দমালা থের মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন করুণা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বিজন বড়ুয়া, মাদার তেরেসা স্কুলের অধ্যক্ষ নয়ন কর্মকার, একে খান গ্রুপের কর্মকর্তা সুজন কান্তি দে, সদস্য সজীব বড়ুয়া ও সৌরভ বড়ুয়া, উথোয়াইচিং মারামা সহ আশ্রমের ছাত্র-ছাত্রীরা । প্রথমে আবাসিক শ্রামনের মঙ্গালাচারণের মাধ্যমে অনুষ্টান শুরু হয়, স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষক উথোয়াইচিং মার্মা। এরপর অনাথ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন প্রপ্ফু মার্মা, আওয়াং মার্মা। প্রধান অথিতির বক্তব্যে নয়ন কর্মকার বলেন শিক্ষার্থীদের এগিয়ে চলার পথে পিছু পা না হতে এবং তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে সহযোগীতা প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করেন। এরপর বক্তব্য প্রদান করেন বিশেষ অথিতি সুজন কান্তি দে, তিনি শিক্ষার্থীদের সাথে তার আশ্রমে থাকাকালীন সময়ের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, কষ্টকে উপলব্ধি করতে না পারলে জীবনের কোন পর্যায়েই সফলতা অর্জন করা সম্ভব নয়। তিনি আগামীতে শিক্ষাসামগ্রী প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করেন। করুণা সংগঠনের পরিচালক বিজন বড়ুয়া তার বক্তব্যে অনাথ শিক্ষার্থীদের স্বপ্ন বান হতে বলেন। তিনি বলেন জীবনকে যদি সফল ও সার্থক করতে হয় তাহলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই, জীবনে ভালো কিছু করতে না পারলে জীবনের মূল্য নেই পৃথিবীতে। তিনি শিক্ষার্থীদের অনুপ্রেরণা মুলক বক্তব্য প্রদান করেন। সর্বশেষে সভাপতি উঃ নন্দমালা ভিক্ষু তার বক্তব্যে করুণা সংগঠনের সার্বিক উন্নতি ও সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এরপর সংগঠনের সদস্যরা উক্ত শিক্ষা সামগ্রী ভান্তের হাতে তুলে দেন। এর পর সকল সহযোগিতা দাতাদের সুখ শান্তি ও নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় অাশ্রমের অনাথশিশুরা পূন্য দান করে।সবশেষে শিক্ষার্থীদের নিজস্ব পাহাড়ি নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্টান সমাপ্ত করা হয়।