জেলায় শুরু হয়েছে বৌদ্ধধর্মাবলম্বীদের সাতদিনব্যাপী প্রব্রজ্যানুষ্ঠান। শুক্রবার সকালে বান্দরবানের রামজাদিতে এই অনুষ্ঠানের সূচনা করা হয়।২৮ বুদ্ধ ও অনাগত ১০ বুদ্ধের পূজা, সংঘদান, হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও উৎসর্গ অনুষ্ঠান।
পরে অনুষ্ঠানে ধর্ম দেশনা প্রদান করেন বিহারের প্রতিষ্ঠাতা শ্রীমৎ উ পঞঞা জোত মহাথের।
আগামীকাল বিকালে দায়ক-দায়িকারা পুণ্যলাভের জন্য বৌদ্ধ ভিক্ষু ও শ্রামণদের পিণ্ড ও দানীয় বস্তু দান করবেন।