দীপংকর বড়ুয়া
সম্যক” বৌদ্ধ তারুণ্য সংগঠন এর বৌদ্ধ দেয়ালিকা “সম্যক” লেখনির বৌদ্ধ জগৎ” এ স্লোগানকে সামনে রেখে আগামী ১৪এপ্রিল বাংলা শুভ নববর্ষের দিন প্রকাশিত হতে যাচ্ছে “৷ দেশের যেকোন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৌদ্ধ লেখক-লেখিকা যারা এতদিন বৌদ্ধ কবিতা, ছড়া, আলোকিত বৌদ্ধ সংবাদ, বৌদ্ধ মতবাদ সমূহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার মধ্যে সীমাবদ্ধ ছিল, আজ তারা তা ফুটিয়ে তুলতে পারবে বৌদ্ধ দেয়ালিকায় সমগ্রে ৷ দেয়ালিকায় আপনাদের পাঠানো লিখা হতে হবে নতুনত্ব ও গ্রহণযোগ্য সম্পন্ন ৷ সম্পাদক প্যানেল কর্তৃক বাচাইকৃত লেখা স্থান পাবে দেয়ালিকায় ৷
২য় সংখ্যা মূলত ৩টি বিষয়ের উপর লিখা পাঠানো যাবে বিষয়সমূহ হলো-
(১) বৌদ্ধ কবিতা, ছড়া
(২) আলোকিত বৌদ্ধ সংবাদ
(৩) বৌদ্ধ মতবাদ ( লেখকের মন্তব্য-১০০শব্দের মধ্যে)
আগামী ১০ই মার্চ হতে ৩০ই মার্চ ১৭ইং তারিখ এর মধ্যে লিখা পাঠাতে হবে ৷ লিখা পাঠানোর ঠিকানা:
ফেইসবুক আইডি লিংক: https://www.facebook.com/profile.php?id=100014816894408
ফেইসবুক গ্রুপ আইডি লিংক: https://www.facebook.com/groups/1738735779785622/
লিংক আইডি অথবা গ্রুুপ আইডিতে প্রবেশ করে ম্যাসেজ অপসেন এ গিয়ে লিখা পাঠাতে পারবেন ৷
লিখা পাঠানোর সাথে, আপনার নাম, শিক্ষাপ্রতিষ্ঠান এর ঠিকানা ও নিজের এক কপি ছবি পাঠাতে হবে ৷