চট্রগ্রাম: পটিয়ার ঊনাইনপূরায় বুদ্ধ পাদ মেলা উপলক্ষে আগামী ১১ ও ১২ মার্চ দুদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঊনাইনপূরা গ্রামবাসী উদ্যোগে সুহৃদ সম্মিলনীর সার্বিক সহযোগিতায় বুদ্ধ পাদ চিহৃ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রথমদিনে আগামী ১১ মার্চ সন্ধ্যায় বুদ্ধকীর্তন, ১২ মার্চ সকালে পূর্ণাচার ধর্মধারী চন্দ্রমোহন মহাস্থবির, কর্মযোগী কৃপাশরণ মহাস্থবির, আর্য্যশ্রাবক জ্ঞানীশ্বর মহাস্থবির স্মরণে ও দ্বাদশ সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবিরের নিরোগ দীর্ঘায়ু কামনায় অষ্টপরিস্কারসহ মহাসংঘদান ও বিকালে রাঙামাটি রাজবনবিহারের আবাসিক মেত্তাবংশ ভিক্ষু’র একক সদ্ধর্মদেশনা।
পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাস্থবির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অষ্টপরিস্কারসহ মহাসংঘদান ও স্মৃতিচারণে অতিথি থাকবেন বসুমিত্র মহাস্থবির, অতুলানন্দ মহাস্থবির, প্রজ্ঞানন্দ মহাস্থবির, ড. সংঘপ্রিয় মহাস্থবির ও লোকজিৎ স্থবির।