মাতৃগর্ভে পাচঁ মাস বয়সকাল সময়ে হারিয়েছে বাবাকে। দেখা হয়নি বাবার চেহারা। পাওয়া হয়নি বাবার অাদর। মা অন্যের বাড়িতে কাজ করে। বড় ভাই পারিবারিক অভাব মেটাতে কাজ করে ওয়ার্কসপে। ৭ বছর বয়সী ২য় শ্রেণীতে পড়ুয়া সৌরভ স্বপ্ন দেখে ডাক্তার হবার। সৌরভের স্বপ্ন পূরনে পাশে দাড়িয়েছে পাশে দাড়িয়েছে রাউজানের কদলপুরের মানবসেবা মুলক সেচ্চাসেবী সংগটন করুনা।
গত ৬ মার্চ রোজ সোমবার করুনা সংগটনের পরিচালক বিজন বড়ুয়া স্বপ্ন পূরনের সহায়ক হিসেবে রাঙ্গুনিয়া থানার শিলক পূর্ব বড়ুয়া পাড়ার মৃত বারুণ বড়ুয়ার সন্তান সৌরভের হাতে পুরো বছরের শিক্ষাসামগ্রী সহ স্কুল ড্রেস, ব্যাগ,জুতা প্রদান করে। এসময় অারো উপস্খিত ছিল করুনার দপ্তর সম্পাদক রিপন বড়ুয়া,সদস্য রুপক বড়ুয়া,জনি বড়ুয়া সহ অারো কয়েকজন।
এসময় বিজন বড়ুয়া সৌরভের পড়ালেখার সামগ্রিক খবর নেয় এবং ডাক্তার হবার জন্যে প্রয়োজনীয় সহযোগিতার অাশ্বাস প্রদান করে।
সবশেষে সৌরভের মা মল্লিকা বড়ুয়া সবার প্রতি কৃৃতজ্ঞতা জ্ঞাপন করে।
উল্লেখ্য করুনা ২০১২ সালে প্রতিষ্ঠিত হওয়া মানবসেবা মুলক সেচ্চাসেবী সংগটন যা মানুষের উন্নয়নে কাজ করে যাচ্চে অবিরত এবং এরই স্বীকৃতি স্বরুপ ২০১৫ সালে বাংলাদেশ সরকারের সিঅারঅাই কতৃক দেশের সেরা ৬০ সংগটনের পুরষ্কার ও সনদ অর্জন করে।