বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব আয়োজিত তিন দিনব্যাপী উন্মুক্ত স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার মিলনায়তনে গত ৪ মার্চ সম্পন্ন হয় । প্রথম দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যাপন পরিষদের সভাপতি টিপু কুমার বড়ুয়া। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি চন্দন বড়ুয়া। তৃতীয় দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি বিমান তালুকদার। উদ্বোধনী বক্তব্য রাখেন বৌদ্ধ সমিতির যুব এর সভাপতি কর আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া। অতিথি ছিলেন বিকাশ কুমার চৌধুরী, কর আইনজীবী বিতাশোক বড়ুয়া। বক্তব্য রাখেন উদ্যাপন পরিষদের সম্পাদক দেবজিৎ বড়ুয়া বাপ্পা, শ্রীজিৎ বড়ুয়া হিলেহ্মাল, প্রকৌশলী অসীম বড়ুয়া, কলেহ্মাল চৌধুরী, অরূপ বড়ুয়া, সপু বড়ুয়া, অনুপম চৌধুরী পুলক, তাপস কুমার বড়ুয়া, প্রবীর বড়ুয়া সিকো, শিমুল বড়ুয়া,বিজয় বড়ুয়া, সন্তু বড়ুয়া, সংঘপ্রিয় বড়ুয়া অসীম, বিকাশ বড়ুয়া, দিবাকর বড়ুয়া, রনেল তালুকদার, সৈকত তালুকদার, নয়ন বড়ুয়া, সুপন চৌধুরী, সজন বড়ুয়া প্রমুখ। বিচারক ছিলেন সংগীতজ্ঞ মৃনাল ভট্টাচার্য্য, সংগীতজ্ঞ মাসুদ হোসেন, সংগীত শিল্পী শ্বাশতি তালুকদার, সংগীতজ্ঞ জহুর মুখার্জী, সাইফুউদ্দীন মাহমুদ খান, মৃনালীনি চক্রবর্তী, প্রকাশ বড়ুয়া। নৃত্যে বিচারক ছিলেন নৃত্যশিল্পী ও প্রশিক্ষক প্রমাঅবন্তী, স্বপন বড়ুয়া। তিনদিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাতশত প্রতিযোগী অংশগ্রহণ করে। ৩৬তম প্রতিষ্ঠাতা বার্ষিকী, পুরস্কার বিতরণ, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৭ এপ্রিল। উল্লেখ্য ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব বিরতীহীন ভাবে প্রতি বছর এই প্রতিযোগিতা আয়োজন করে আসছে।