পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমা আনারস প্রতীক নিয়ে ৬,৮৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ঝর্ণা ত্রিপুরা ৮ হাজার ১৭২ ভোট ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী পূর্ণ কান্তি ত্রিপুরা ৫ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মেমং মারমা পেয়েছেন ৫ হাজার ৫৫৭ ভোট ও বিএনপি সমর্থিত প্রার্থী মো. ইউসুফ পেয়েছেন ৩ হাজার ৮২০ ভোট।
সোমবার খাগড়াছড়ির নবগঠিত গুইমারা উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে তিন এবং ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।