অজয় বড়ুয়া
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘অধ্যাপক ড. রবীন্দ্র বিজয় বড়ুয়ার চতুর্থ স্মারক বক্তৃতা-২০১৫’ বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল সাড়ে তিন টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমেশ চন্দ্র মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে “প্রাচীন বঙ্গে শিক্ষা: বৌদ্ধ পর্ব” শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট লেখক, গবেষক ও সাহিত্যিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা ও সাহিত্যের প্রাক্তন শিক্ষার্থী, অবসর প্রাপ্ত সচিব, বর্তমানে জনতা ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক জনাব আবুল কাসেম। আলোচনায় অংশ নেন বিশিষ্ট কথা সাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া এবং বিভাগীয় অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্বনাম ধন্য অধ্যাপক ড, মুনিরুজ্জামান ও প্রাক্তন শিক্ষার্থী মহামান্য রাষ্ট্রপতির সচিব জনাব সম্পদ বড়ুয়া, অধ্যাপিকা ড, সুনন্দা বড়ুয়া প্রমূখ।