উজ্জ্বল কান্তি বড়ুয়া
গত ২ মার্চ ২০১৭ইং বৃহস্পতিবার ঐতিহ্যবাহী রাউজান উপজেলাধীন বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের বিশুদ্ধানন্দ মহাথেরো বাড়িতে।কালজয়ী মহাপুরুষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ মণিষা,মহামান্য মহাসংঘনায়ক ভদন্ত বিশুদ্ধানন্দ মহাথেরো মহোদয়ের ২৩তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে মহাসংঘদান, অষ্ট পরিস্কারদান ও স্মৃতিচারন অনুুষ্ঠান ভদন্ত জীবনানন্দ মহাথের -সহ উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক ভদন্ত সুমেধানন্দ মহাথেরো -পালি বিভাগীয় প্রধান,অগ্রসার বালিকা মহাবিদ্যালয়।
এতে স্বাগত বক্তব্য প্রদান করেন ভদন্ত সংঘানন্দ থের-অধ্যক্ষ, সিলেট বৌদ্ধ বিহার।ধর্মদেশনা করেন ভদন্ত আনন্দ ভিক্ষু পিইচডিগবেষণায়রত,থাইল্যান্ড মাহিদুল ইউনিভারসিটি,ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো সহ সভাপতি,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা,ভদন্ত বোধিমিত্র মহাথেরো ,মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা,বিশিষ্ট শিক্ষাবিদ ভদন্ত সুনন্দ মহাথেরো সভাপতি,অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ,ভদন্ত জীবনানন্দ মহাথেরো সহ উপ সংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।
পঞ্চশীল প্রার্থনা করেন বাবু অমল কান্তি বড়ুয়া, বিশিষ্ট কীতর্ন শিল্পী।পঞ্চশীল প্রদান ও ধর্মদেশনা করেন সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথেরো উপ সংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহসভা।
কৃতজ্ঞতা প্রকাশ করেন ড.সুমন বড়ুয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার , প্রাক্তন পরিচালক। উপস্হিত থেকে অনুুষ্ঠানের শ্রীবৃদ্ধি করছেন-ভদন্ত দেবানন্দ মহাথেরো অবাসিক ভিক্ষু,মৈত্রী বিহার,ভদন্ত জ্ঞানবিরিয় মহাথেরো অধ্যক্ষ,সুুদর্শন মহাবিহার,ভদন্ত সুমিত্তানন্দ থের মহাসচিব, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ,ভদন্ত দেববংশ থের অধ্যক্ষ,ছাদাংগড়খীল পূর্বরাম বিহার,সংঘমিত্র ভিক্ষু উপ অধ্যক্ষ,পাঁচুরিয়া গন্ধ কুঠির বৌদ্ধ বিহার,ভদন্ত শীলবংশ ভিক্ষু আধার মানিক শ্রদ্ধানন্দ বিহার, ভদন্ত সুজেনানন্দ ভিক্ষু উপ অধ্যক্ষ,কুমিল্লা লগ্নসার বৌদ্ধ বিহার,ভদন্ত করুনানন্দ ভিক্ষু(অধ্যক্ষ,হোয়ারাপাড়া রামদাশ বৌদ্ধ বিহার,ভদন্ত সংঘমিত্র ভিক্ষু উপ অধ্যক্ষ,পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার ,ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু অধ্যক্ষ,ধুমারপাড়া আনন্দ বিহার,ভদন্ত সুমনাপ্রিয় ভিক্ষু অধ্যক্ষ,খেলারো বাড়ি বেনুবন বিহার,ভদন্ত সুদেবানন্দ ভিক্ষু উপ অধ্যক্ষ,রামদাশ বৌদ্ধ বিহার।
উক্ত মহতি সংঘদান, অষ্ট পরিস্কারদান ও স্মৃতিচারন সভায় আরও উপস্হিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার চট্টগ্রাম অঞ্চল এর সভাপতি প্রকৌশলী পরিতোষ বড়ুয়াসহ ৮/১০ জনের বিশেষ প্রতিনিধি দল।এছাড়া কাতালগঞ্জ নব পন্ডিত বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বাবু কমলেন্দু বড়ুয়াসহ বিশেষ প্রতিনিধি দল।আরও উপস্হিত ছিলেন-বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখার সভানেত্রী অধ্যাপিকা স্মৃতি বড়ুুয়া,বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ সমাজ উন্নয়ন পরিষদের বিশেষ প্রতিনিধি দলে উপস্হিত ছিলেন-সভাপতি বাবু সুভাষ চন্দ্র বড়ুয়া, সাধারন সম্পাদক বাবু মাধব কুমার বড়ুয়া, প্রাক্তন সভাপতি ও সাধারন সম্পাদক বাবু অজিত বড়ুয়া, বাবু তাপস কুমার বড়ুয়া শিক্ষক,বাবু সমিরন বিকাশ বড়ুয়া সাবেক প্রধান শিক্ষক,বাবু স্বপন বড়ুয়া প্রমুখ।বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যান সমিতি চট্টগ্রাম মহানগর বিশেষ প্রতিনিধিদল ছিলেন-সভাপতি বাবু রবীন্দ্র লাল বড়ুয়া, বাবু দীলিপ বড়ুয়া, বাবু নিদল কান্তি বড়ুয়া প্রমুখ। হোয়ারাপাড়া গ্রামের সুধীজনদের মধ্যে উপস্হিত ছিলেন-বাবু মিলন বড়ুয়া, বাবু শাক্যপদ বড়ুয়া সাবেক শিক্ষক,বাবু আশুতোষ বড়ুয়া, বাবু দীপ্তি মেধা বড়ুয়া, বাবু রবীন্দ্র লাল বড়ুয়া,বাবু মুদৃল বড়ুয়া প্রমুখ।