তপু বড়ুয়া রবি
গত ২৪শে ফেব্রুয়ারি,শুক্রবার বাংলাদেশী বৌদ্ধ তরুণ-তরুণীদের প্রাণের সংগঠন ‘বুড্ডিস্ট ইয়ূথ ফেস্টিভল গ্রুপ বাংলাদেশ’ তাদের নাম সংগঠনের নাম পরিবর্তন করেন এক মহাসারম্ভে।নাম পরিবর্তন এবং বার্ষিক মিলনমেলা ‘চড়ুইবাতি’ এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় কুমিল্লা শালবন বৌদ্ধ বিহারে।
অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেন,বিখ্যাত ছড়াকার,একুশে পদকে ভূষিত সুকুমার বড়ুয়া।ছিলেন নব শালবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীল ভদ্র মহাথের।
সদ্য একুশে পদকে ভূষিত সুকুমার বড়ুয়াকে সংবর্ধিত করে সংগঠনের সকল সদস্য।এই অভিষেক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উত্তম কুমার বড়ুয়া সহ সকল সদস্য।