“সমৃদ্ধির জন্য চাই সুদৃঢ় সামাজিক বন্ধন” এই প্রত্যয়ে আগামী ৩ মার্চ শুক্রবার সকাল ৮.৩০ টায় বাংলাদেশ শিশু একাডেমী, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাজ ও সাহিত্য – সংস্কৃতি প্রকাশনা ” চারুলতা ” আয়োজিত দিনব্যাপী প্রথম চারুকলা সম্মেলন ২০১৭।
এতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, মহামান্য রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি উপস্থিত থাকবেন ।
সরকারী- বেসরকারী এবং শ্বায়ত্ব শাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাগণ ছাড়াও পেশাজীবী ও ব্যবসায়িক উদ্যোক্তাগণ সম্মেলনের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করবেন।
সকলের সক্রিয় অংশগ্রহণে সম্মেলন সফল করার আহবায়ন জানিয়েছেন উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ডা: অসীম রঞ্জন বড়ুয়া ও সদস্য সচিব চারু উত্তম বড়ুয়া ।