রাউজান বিনাজুরী ইউনিয়ন বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত ১ম বর্ষ পূর্তি উপলক্ষে বৃওি ও শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠান ২০১৭ আলোচনা সভা ২৭শে ফেব্রুয়ারী রোজ শুক্রুবার মধ্যম বিনাজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে বিকাল ৩ ঘটিকায় এক আলোচনা সভা ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান গকুল কান্তি বড়ুয়া,র সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সাধারণ সম্পাদক এড.প্রণব বড়ুয়া,র সঞ্চলনায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পরিতোষ বড়ুয়া, উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন যথাক্রমে কার্যকরি পর্ষদের সভাপতি মিশন বড়ুয়া, ও অর্থ সম্পাদক খোকন বড়ুয়া। অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, সুমল বড়ুয়া মানবাধিকার কর্মী গৌরিচরণ সসীম,রতন কান্তি বড়ুয়া,সুমন রাজ বড়ুয়া, বিকাশ বড়ুয়া(মুকুল) রিমি গৌরিচরণ বড়ুয়া, রুচিরা বড়ুয়া,চন্দন বড়ুয়া(ট্রাষ্টী),চন্দন বড়ুয়া, সৌরভ বড়ুয়া, তপন বড়ুয়া, কাজল বড়ুয়া, সুব্রত বড়ুয়া,রনজন বড়ুয়া,রাসেল বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া,সুজন বড়ুয়া,রাজেশ বড়ুয়া,অলক বড়ুয়া, বিপ্লব বড়ুয়া প্রমুখ।অনুষ্টানে শিক্ষা উপকরণ, শিক্ষা বৃওি চিকিৎসা সেবা অনুদান,দুস্থ মহিলা সহয়তা অনুদান,চিকিৎসা সহয়তা অনুদান ও বিবাহ সহয়তা অনুদান প্রদান ও ১৭ ই ফেব্রুয়ারী অনুষ্টিতব্য চিত্রাংকন ও আবৃওি প্রতিযোগিতায় উর্ওীনদের পুরস্কৃত করা হয়।