গতকাল রাত্রে আনুমানিক ২ ঘটিকায় ভদন্ত অরুণ জ্যোতি ভিক্ষু মহোদয় ৫৬ বছর বয়সে পরলোকগমন করেন। অনিচ্চা বাতা সাংখারা।আজ উণার প্রয়াণস্হান সাতবাড়ীয়া শান্তি বিহারাঙ্গনে অনিত্য সভা মহাসমারোহে অনুষ্টিত হয়।
উল্লেখ্য প্রয়াত ভদন্ত অরুণ জ্যোতি ভিক্ষু “মহেশখালীর উত্তরনলবিলা গ্রামের সম্ভ্রান্ত তালুকদার বংশের বাবু হ্নদয় রণ্জন বড়ুয়া ও অমিয় বালা বড়ুয়ার ঔরসে জম্ম গ্রহন করেন। উনার গৃহী নাম ছিল সঞ্জয় বড়ুয়া।
আসুন সকলে মিলে ঊণার পারলৌকিক সদগতি কামনায় পুর্ণ্যদান করি।
সাধু, সাধু, সাধু।।