একুশের চেতনা তারুণ্যের দীপ্তপ্রাণ মনে জাগ্রত করার সোপানে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে প্রভাতে চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন “সম্যক” চট্রগ্রামঅস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী প্রদান করে ৷ নন্দনকানন বৌদ্ধ বিহার হতে শুরু হওয়া সম্যক এর প্রভাতফেরিতে তারুণ্যের কন্ঠে ছিল একুশের অমর সংগীত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি পরবর্তীতে শহীদ বেদিতে বৌদ্ধ সংগঠন “সম্যক” এর পক্ষ হতে শ্রদ্ধাঅর্ঘ্য নিবেদন করা হয় ৷
(প্রেস বিজ্ঞপ্তি)