মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, ঢাকার দ্বিতীয় পযার্য়ের কাজ আজ(২৪ ফেব্রুয়ারি শুক্রবার) শুরু হয়। কাজের উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি কাযার্লয়ের সচিব মি: সম্পদ বডুয়া ।এতে ফেডারেশনের সভাপতি প্রফেসর ডা. অসীম রজ্ঞন বডুয়া , নিবার্হী সভাপতি মি: নেত্রসেন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, মি. মিহির কান্তি বডুয়া , প্রকৌ.জগৎবন্ধু বডুয়া, মি. রিপন কান্তি বডুয়া, মি. সুমন কান্তি বডুয়া, মি. সৌমেন বডুয়া, মি. ধীমান কান্তি বডুয়া, মি. দেবাশীষ বডুয়া, মি. রজ্ঞন বডুয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌ. দিব্যেন্দু বিকাশ চৌধুরী বডুয়া উপস্থিত ছিলেন।
এ সময় জেলা পরিষদের পক্ষে প্রকৌ. হাবিবুর রহমান, প্রকৌ. মো. সিরাজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।