বৃত্তি প্রদান ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে :জেলা প্রশাসক
চট্টগ্রাম: জ্ঞান মানুষকে আলোকিত করে, জাতিকে এগিয়ে নেওয়ার প্রেরণা দেয়। শিক্ষা ও আলোকিত মানবসম্পদ দেশ ও জাতিকে এগিয়ে নেয়। এখন দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথ ধরে এগিয়ে যাচ্ছে। আরো একধাপ এগিয়ে যেতে হবে আমাদের। এ এগিয়ে যাওয়ার পথ সম্প্রসারিত করতে তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় নিজেদের দক্ষ ও আলোকিত প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে। যত বেশি আলোকিত প্রজন্ম গড়ে উঠবে দেশ ও জাতি ততবেশি সমৃদ্ধ হবে।
আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ আয়োজিত বৃত্তি প্রদান ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন উপরের মন্তব্য করেন।
আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা, বাংলাদেশের বার্ষিক অনুষ্ঠান বৌদ্ধ শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান ও গুণিজন সংবর্ধনা ২৩ ফেব্রুয়ারি বিকাল ৩টায় নগরীর চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আজকের প্রজন্ম আগামী দিনে দায়িত্ব নেবে দেশ গড়ার। দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে দায়িত্ব নিয়ে ও নেতৃত্ব দিয়ে এগিয়ে যেতে হবে। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নশীল দেশের রোল মডেল। বিশ্ব এখন দেশকে অবাক চোখে দেখছে। বক্তারা আরো বলেন, আগামী প্রজন্মকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে শিক্ষাবৃত্তি ও পুরস্কারপ্রাপ্তির অভিনন্দন যাত্রা। আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা সমাজের অবহেলিত সমাজ উন্নয়নে ও দেশের ভবিষ্যৎ গড়ে উঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।
আশীর্বাদক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। সংগঠনের চেয়ারম্যান জে বি এস আনন্দবোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের পরীক্ষা নিয়ন্ত্রক ভদন্ত অনুরুদ্ধ মহাথের, সাধারণ সম্পাদক ভদন্ত বোধিমিত্র থের, আর টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান সরোয়ার আমিন বাবু, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহ-সম্পাদক কাঞ্চন মহাজন, স.ম. জিয়াউর রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের পালি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অর্থদর্শী বড়ুয়া, রাঙ্গুনীয়া কলেজের পালি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৌমিত্র বড়ুয়া।
অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক এম. বোধিরত্ন ভিক্ষুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব নিক্সন বড়ুয়া , অধ্যাপক সৈয়দ মিসবাহ উদ্দিন, শেখ আব্দুল্লাহ শেখাব, সুমন চৌধুরী, মো. সেলিম উদ্দিন, সুপম বড়ুয়া, আলিয়া বড়ুয়া, অনুপম বড়ুয়া ও সমন্বয়কারী সত্যজিত বড়ুয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পুরস্কার ও সংবর্ধিত অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন।
(বিজ্ঞপ্তি)