খাগড়াছড়ি: দেশও জাতির ও বিশ্ব শান্তি মঙ্গল কামনায় খাগড়াছড়িতে শেষ হয়েছে তিন দিন ব্যাপী ত্রিপিটক অভিধম্ম পাঠ অনুষ্ঠান। গত ২১ ফেব্রুয়ারি শুক্র সকাল দশ ঘটিকা হতে জেলা সদরের পানখাইয়া পাড়া ধর্মরাজিক বৌদ্ধ বিহারেএই অনুষ্ঠান শুরু হয়।
তিনদিন ব্যাপী এই অভিধম্ম পাঠ অনুষ্ঠান বিরতিহীন ভাবে গত ২৪ ফেব্রুয়ারী শেষ হয়। দেশ,জাতি ও বিশ্ব শান্তি মঙ্গল কামনায় এ ধর্মীয় অনুষ্ঠানে জেলার পূন্যাথীরা যোগ দেন এবং সমবেত ভাবে দেশও জাতির মঙ্গল কামনায় অংশ নেন।
ধর্মরাজিক বিহার অধ্যক্ষ বলেন দেশের সকল সম্প্রদায়ের এবং দেশের তথা বিশ্বের মঙ্গল কামনাই্ অনুষ্ঠান অত্র বিহারের তথা পানখাইয়া পাড়া বাসীরনিয়মিত ধর্মীয় সভার একটি অংশ আমরা চাই আমাদের দেশের সকল সম্প্রাদয় সুখে,শান্তিতে থাকুক।